মতলব/ সেপ্টেম্বর ২০ (কুমিল্লাওয়েব ডটকম)—–
ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ছেংগারচর বাজারে পথসভায় বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সব সময় রাষ্ট্র পরিচালনার বিধান রয়েছে বিধায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর কোনো দেশেই চালু নেই। সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণের বিধান নিশ্চিত করতে হবে। সে জন্য সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকা অবস্থায় ১৯৯৬ সালে নির্বাচনের আগে ২০ মে সেনা অভ্যুত্থান হয়েছিল, যা সফল হয়নি বলে গণতন্ত্র রক্ষা পায়।
তাছাড়া, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর সংসদের উপনির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো প্রয়োজন নেই।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল¬া, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহীনূর বেপারী, জামান সরকার, সাহাদাত হোসেন ঢালী খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম বাবু, ছেংগারচর বাজার সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, পৌর যুবলীগ নেতা শামীম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, পৌর ছাত্রলীগ নেতা লিটন ঢালী, সুমন বেপারী, নূরে আলম নয়নসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শামসুজ্জামান ডলার, মতলব উত্তর