নর্দান ইউনির্ভাসিটি/ সেপ্টেম্বর ২০ (কুমিল্লাওয়েব ডটকম)—–
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ রাজশাহী ক্যাম্পাসের উদ্যোগে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ‘নাটোর জেলা মেধা যাচাই প্রতিযোগীতা ২০১২’ অনুষ্ঠিত হয়েছে ২০ সেপ্টেম্বর ২০১২। মেধা যাচাই প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন।
অধ্যাপক মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নর্দান ইউনির্ভাসিটি ইংরেজি বিভাগের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জহুরুল ইসলাম, নর্দান ইউনির্ভাসিটি রাজশাহী ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম, এম কে ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপন, নর্দান ইউনিভার্সিটি রাজশাহী ক্যাম্পাসের সিনিয়ার সহকারী রেজিস্ট্রার এস এম আল মামুন এবং সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন।
প্রধান অতিথি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নর্দান ইউনির্ভাসিটি মেধা যাচাই প্রতিযোগীতার মাধ্যমে আর এ ধরনের মেধা যাচাই প্রতিযোগীতা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানার্জনে আরো বেশি আগ্রহী করে তুলবে।’
সকাল সাড়ে দশটায় জেলার সরকারী ও বেসরকারী পঁচিশটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাছাইকৃত ১৪০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একশ নম্বরের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা যাচাই প্রতিযোগীতায় সেরা নির্বাচিত হয়েছেন গুরুদাসপুরের দিপঙ্কর সাহা। সে গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র।
দ্বিতীয় হয়েছেন বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের ছাত্রী ইশরাত জাহান। ‘নাটোর জেলা মেধা যাচাই প্রতিযোগীতায় সেরা নির্বাচিত হওয়ায় দিপঙ্কর সাহাকে ল্যাপটপ ও ক্রেস্ট উপহার দেয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন।