লাকসামে অতিমাত্রার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

লাকসাম/ সেপ্টেম্বর ২০(কুমিল্লাওয়েব ডটকম)—
কুমিল্লার লাকসামে অতিমাত্রার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে ব্যবসা-বানিজ্যসহ জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। ব্যবসায়িক নগরী দৌলতগঞ্জ বাজার অতি প্রাচীন ও জেলার গুরুত্বপূর্ন হওয়ার কারনে এখানে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানসহ অনেক কলকারখানা গড়ে উঠেছে। বিদ্যুতের এ নিত্য লোডশেডিংয়ের কারনে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যহত হচ্ছে। বাসা বাড়ীতে বিদ্যুতের অতি মাত্রার লোডশেডিংয়ে কারনে উষ্ণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিদ্যুতের কারনে বর্তমানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কোন কোন প্রতিষ্ঠানে নিজস্ব জেনারেটর থাকলেও তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এতেও হিমশিম খাচ্ছে। এদিকে বানিজ্যিক ভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় গ্রাহকরা এ বর্ধিত বিল পরিশোধ করেও বিদ্যুতের সঠিক সেবা না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠছে। সরেজমিনে একাধিক শিল্প প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শ্রমিক ও কর্মচারীরা বাধ্য হয়ে অলস সময় কাটাচ্ছে। যারফলে লাকসামের এ গুরুত্বপূর্ন ব্যবসায়িক নগরীর শিল্পপ্রতিষ্ঠান উদ্যোক্তারা বিদ্যুতের লোডশেডিংকেই ব্যবসায়ীক ক্ষতির প্রধান কারন হিসাবে অভিমত ব্যক্ত করেছেন। দৈনন্দিন গড়ে ১০-১২ ঘন্টার লোডশেডিংয়ের কারনে শিল্প প্রতিষ্ঠান বন্ধসহ গভীর রাতেও লোডশেডিংয়ের কবল থেকে রেহায় পাচ্ছে না।
এব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আবদুর রহিম , লাকসাম প্রতিনিধি

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply