মেঘনা/ সেপ্টেম্বর-২০(কুমিল্লাওয়েব ডটকম)—-
কুমিল্লা মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির জরুরীসভা ঢাকা রমনা রেস্তোরায় অনুষ্ঠিত হয়। আহ্বায়ক আবদুল অদুদ মুন্সী জানান, ৮ ইউনিয়নের মধ্যে ভাওরখোলা ও গোবিন্দপুর ইউনিয়নের যুবদলের কমিটি গঠন করা হয়েছে। মানিকারচর, রাধানগর, চন্দনপুর, চালিভাংগা, বড়কান্দা, লুটেরচর ইউনিয়নের যুবদল কমিটি গঠনের লক্ষ্যে জরুরী সভা আহ্বান করা হয়। আহ্বায়ক কমিটির ৫১ সদস্য বিশিষ্ট আবদুল অদুদ মুন্সী আহ্বায়ক ও মোঃ জহিরুল ইসলাম সদস্য সচিব। আবদুল অদুদ মুন্সী বলেন, রাজনৈতিকভাবে আগামী দিনে আওয়ামীলীগকে মোকাবিলা করার কৌশল ও দিকনির্দেশনা আলোচনায় স্থান পায়। ঢাকাতে আলোচনা সভা কেন প্রশ্ন করা হলে আহ্বায়ক বলেন, নেতা-কর্মীদের পুলিশের অযথা হয়রানী ও গ্রেফতার এড়াতে ঢাকাকে আলোচনা সভা করা হয়। সূত্র জানায়, মেঘনাতে যুবলীগ কর্মীরা তালতুলী গ্রামের নীরিহ কৃষকের কয়েক একর জমি জোরপূর্বক কেটে নিজেরাই মামলা-মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সুযোগটি কিভাবে কাজে লাগিয়ে যুবদলকে শক্তিশালী করা যায় সেই ব্যাপারের যুবদলের আহ্বায়ক কমিটিতে আলোচনা করা হয়।
মোঃ ইসমাইল হোসেন মানিক, মেঘনা প্রতিনিধি