মেঘনা / সেপ্টেম্বর ১৮(কুমিল্লাওয়েব ডটকম)—
কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের মনীর উদ্দিন মুন্সীর মাজার প্রাঙ্গনে গতকাল খাজা মইনুদ্দীন চিশতী (রা) স্মরনে সারারাত বাউল গানের আসর বসে। বাউল গানের আসরে পালা গানের অংশগ্রহন করেন বাউল ময়না সরকার ও স্বজন দেওয়ান। বাউল ময়না সরকার শিষ্য পালা ও স্বজন দেওয়ান গুরু পালা পরিবেশন করেন। বাউল গানের আসরে ৮ ইউনিয়নের বাউল ভক্তরা সারারাত জেগে উৎসবে মেতে থাকে। মানিকারচর গ্রামের তরুন ভাউল ভক্তরা এই উৎসবের আয়োজন করে। আগত বাউল ভক্তদের রাতে ক্ষিচুরি খাওয়ার ব্যবস্থা করা হয়।
মোঃ ইসমাইল হোসেন মানিক,মেঘনা প্রতিনিধি