লাকসাম / সেপ্টেম্বর ১৮(কুমিল্লাওয়েব ডটকম)—
ঘর দেশ প্রবাস, আন্তরিক সেবার তিন মাস’’। এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৯০ দিনের বিশেষ কর্মসূচী গ্রহণ করে। এ উপলক্ষে গত সোমবার ইসলামী ব্যাংক লাকসাম শাখার উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিট টিম ফোর’র ইনচার্জ এভিপি রফিকুল ইসলাম সহ ব্যাংকের ব্যবস্থাপক ও সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালী শেষে ব্যাংকের প্রধান ফটকে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ শহীদ উল্লা এফ.পি.ও বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরাবরই বাংলাদেশের ব্যাংকিং জগতে উন্নত গ্র্হাকসেবা প্রদান করে যাচ্ছে। আরও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করাই এ কর্মসূচীর উদ্দেশ্য ।
আবদুর রহিম,লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা