তিতাস/ সেপ্টেম্বর ১৭(কুমিল্লাওয়েব ডটকম)—
তিতাস উপজেলার বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া নির্বাচিত হয়েছে। রবিবার রাত ৯টায় ঢাকাস্থ ধানমন্ডি-২ স্টার কাবাব হোটেলে নৈশভোজের পূর্বে এ ঘোষণা দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিগত এক বছর পূর্বে উপজেলা বিএনপির সভাপতি ছাদেক হোসেন সরকারকে দল থেকে বহিস্কার করার পর মনিরুল হক তপন ভূঁইয়া ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৬ সেপ্টেম্বর থেকে তিনি পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ আসনের এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ার, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, আলী হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মেহেদী হাসান সেলিম প্রমুখ।
নাজমুল করিম ফারুক, তিতাস প্রতিনিধি