ব্রাহ্মণবাড়িয়া / সেপ্টেম্বর ১৭(কুমিল্লাওয়েব ডটকম)—
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সম্প্রসারিত বহুতল ভবন নির্মাণের জন্য আইন মন্ত্রণালয়ের ১০ লাখ টাকার অনুদান বরাদ্দ প্রদান করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গত ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান এর নিকট অনুদানের বরাদ্দ পত্র হস্তান্তর করেন আইন প্রতিমন্ত্রী।
আরিফুল ইসলাম সুমন
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।