মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে তিন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর ১৬(কুমিল্লাওয়েব ডটকম)—
মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে রোববার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে আত্মসমর্পন করেছেন জেলার বিজয়নগর উপজেলার ৩ মাদক ব্যবসায়ী। আত্মসমর্পনকারী ব্যক্তিরা হলেন, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালীসিমা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল বাছির (৪৫), একই এলাকার মৃত মিয়া চাঁন মিয়ার ছেলে আবুল কালাম (৩৮) এবং তার ছোট ভাই আব্দুল কাইয়ুম (২৭)। এসময় আত্মসমর্পনকারীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার জামিল আহামেদ অন্য মাদক ব্যবসায়ীদেরও এভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।
আত্মসমর্পনকারী আবুল কালাম সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ৬ বছর আগে ঋণের টাকায় তিনি সৌদি আরব গিয়েছিলেন। কোন কাজ না পেয়ে ৩ মাস পর দেশে ফিরে আসেন। দিশেহারা হয়ে কিছু বিপথগামী লোকের উৎসাহে তিনি এ পেশায় জড়িয়ে পড়েন। নিজের বাড়িতে রেখে তিনি ফেনসিডিল বিক্রি করতেন। আবুল কালাম আরো জানান, মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। মাদক ব্যবসাকে মানুষ ঘৃনা করে। আমাদেরকে দেখলে ধিক্কার দেয়। তাই ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নেই।
আরেক আত্মসমর্পনকারী আব্দুল বাছির জানান, ছেলে মেয়েরা বড় হয়েছে। তারা মাদক ব্যবসাটাকে ভালো চোখে দেখেনা। বড় মেয়ে কলেজে পড়ে। মাদক ব্যবসা করি বলে সেও আমাকে ভালোবাসে না। মাদক ব্যবসা না ছাড়লে মেয়ে আত্মহত্যার হুমকী দেয়।
তারা বলেন, কৃষি কাজ থেকে টাকা বেশি আসে বলেই তারা এ পেশায় এসেছিলেন। কিন্তু ঘৃনিত পেশা হওয়ায় একসময় নিজের স্ত্রী সন্তানও তাদের ঘৃনা করতে শুরু করেন। তাছাড়া মাদক ব্যবসায় পুলিশী এ্যাকশনসহ নানা ঝুঁকি থাকে।

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply