ব্রাহ্মণবাড়িয়া / সেপ্টেম্বর ১৬(কুমিল্লাওয়েব ডটকম)—
ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ তুলিপ (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে পৌর এলাকার কাউতলী মোড় থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত তুলিপ পৌর এলাকার পাইকপাড়া মহল্লার সবুর খানের পুত্র। তার বিরুদ্ধে সদর থানায় ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদকের একাধিক মামলা রয়েছে।এ ব্যাপারে সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান বলেন, গ্রেপ্তারকৃত তুলিপ শহরের টপ সন্ত্রাসী ও চাঁদাবাজ আতিকের সেকেন্ড কমান্ড ইন চীফ। তার বিরুদ্ধে সদর থানায় ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদকের একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য গ্রেপ্তারকৃত তুলিপ একজন প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের শেল্টারে থেকে দীর্ঘদিন ধরে শহরের একের পর এর সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। তার ভয়ে সব সময় শহরবাসীকে আতংকগ্রস্ত থাকতে হতো।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...