বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা মোঃ আবদুর রকিব এ্যাডভোকেট ও মহাসচিব মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবীর কাল্পনিক, অবমাননাকর ও ব্যাঙ্গাত্মক চরিত্র সম্বলিত চলচ্চিত্র নির্মাণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন যে, মার্কিন চলচ্চিত্রকার এ ধরনের কাজ করে পৃথিবীর কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভুতিতে মারাত্মক আঘাত হেনেছে। কেননা ইসলামী বিধান অনুযায়ী মহানবী (সাঃ)-এর যেকোন মানব প্রতিকৃতি আঁকা ও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইদানিং মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশে মহানবীর অবমাননাকর ও ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ তাদের নীতি হয়ে দাড়িয়েছে।
নেজামে ইসলাম পার্টির বিবৃতিতে আরো বলা হয়, পাশ্চাত্য বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মুসলমানের বিরুদ্ধে উস্কনিমূলক ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের হীন চক্রান্তে মেতে উঠেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর কাল্পনিক,অবমাননাকর ও ব্যাঙ্গাত্মক চরিত্র সম্বলিত চলচ্চিত্র নির্মাণ মতামত প্রকাশের স্বাধীনতার পর্যায়ে পড়েনা। বরং তা জাতিসংঘ সনদসহ সার্বজনীন মানবাধিকারের পরিপন্থী।
বিবৃতিতে মহানবীর ব্যাঙ্গাত্মক চরিত্র সম্বলিত চলচ্চিত্র জন্যে দায়ী চলচ্চিত্রকারের বিরুদ্ধে বিচারের পদক্ষেপ গ্রহণ করতে মার্কিন যুক্তরাণ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার জন্যে জাতিসংঘ, ওআইসি ও ন্যামসহ বিশ্বের সকল আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...