নর্দান ইউনিভার্সিটিতে এমবিএ প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

রাজশাহী / সেপ্টেম্বর ১৪(কুমিল্লাওয়েব ডটকম)—–
নর্দান ইউনিভার্সিটি রাজশাহী ক্যাম্পাসে ফল সেমিস্টার ২০১২ এর এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রসাশন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এম আমজাদ হোসেন, এবং ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক মো: তহিদুর রহমান, সিনিয়র প্রভাষক আবদুর রশিদ, প্রভাষক শিরিন আকতার এবং সিনিয়র এসিট্যান্ট রেজিস্ট্রার এস এম আল মামুন মুকুল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘নর্দান ইউনিভার্সিটি বেসরকারী বিশ্বাবদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘদিন মান সম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। উচ্চশিক্ষা বিস্তারে এই বিশ্বাবদ্যালয় আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।এখানে দক্ষ ও সিনিয়র শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পাঠদান করা হয়। বিধায় দূর্বল শিক্ষার্থীরাও ভাল ফলাফল করে। তিনি নবাগত শিক্ষার্থীদের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।’
ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী বলেন, ‘রাজশাহী তথা উত্তরবঙ্গে নর্দান ইউনিভার্সিটিই একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ২০০৪ সালে প্রতিষ্ঠালগ্ন শিক্ষার মানের সাথে আপোষ করেনি এবং সকল ক্ষেত্রে ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ের সকল শর্তাবলী মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।’ তিনি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ল্যাব, ইনটারনেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে অবগত করেন সিনিয়র এডমিন অফিসার মো: রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল কামাল চৌধুরী।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply