ব্রাহ্মণপাড়া/ সেপ্টেম্বর ১৪(কুমিল্লাওয়েব ডটকম)—–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামীলীগের প্রবীন নেতা, বিশিষ্ট শিক্ষক, ভগবান সরকারী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম শহীদুল হক ভূইয়া শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা গ্রীল লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন) তিনি স্বপরিবারে আমেরিকা বসবাস করা অবস্থায় কিছুদিন পূর্বে দেশে ফিরে হৃদ রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেকে গেছেন। তার মৃত্যুতে এলাকার এমপি এ্যাড: আবদুল মতিন খসরু (সাবেক আইন মন্ত্রী), ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মহল, কর্মরত সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফেরাতের জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...