মেঘনা / সেপ্টেম্বর ১৩ (কুমিল্লাওয়েব ডটকম)—–
কুমিল্লা মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ নাজির মেম্বার, ভাওরখোলা গ্রামের মোঃ সেলিম, শিবনগর গ্রামের মিঠু, চেঙ্গাকান্দি গ্রামের আলাউদ্দিনের জামিন বৃহস্পতিবার কুমিল্লা আদালত নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার সংবাদ পাওয়া যায়। মেঘনা থানার মামলা নং-০৮, তারিখ ২০/৬/২০১২ইং সূত্র এবং গত ১৬ জুলাই রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশানে সংবাদ সম্মেলনে মামলার বাদী মোঃ আবদুর রহমান জানান, তাহার ছোট ভাই বিএনপি নেতা মোঃ দিলবরের কাছে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে সরকারী দলের সন্ত্রাসীরা গত ২৬/৫/২০১১ইং তারিখে ধারালো অস্ত্র দিয়ে কুপিকে হত্যার চেষ্টা চালায় এবং ক্ষতবিক্ষত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন দিলবরকে মারাক্ত আহতবস্থায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। বাদী আবদুর রহমান কুমিল্লা আদালতে মামলা দায়ের করিলে আদালতের নির্দেশে মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামীরা বৃহস্পতিবার কুমিল্লা আদালতে জামিনের আবেদন করিলে আদালত মোঃ নাজিম মেম্বার, ভাই সেলিম, মিঠু, আলাউদ্দিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
মোঃ ইসমাইল হোসেন মানিক
মেঘনা প্রতিনিধি