ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর ১৩ (কুমিল্লাওয়েব ডটকম)—–
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা। গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে সরাইল বিশ্বরোড এলাকার মেসার্স জিলানী ফিলিং ষ্টেশনের সামনে থেকে একটি প্রাইভেটকারে করে (ঢাকা মেট্টো গ-১১-১২৩৮) পাচারের সময় গাঁজাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর ভৈরব কার্যালয় সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রাইভেটকারটিকে ধাওয়া করলে সেটি ওই এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় চালকসহ মাদকব্যবসায়ীরা। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রায় ৩ লাখ টাকা মূল্যের উদ্ধারকৃত গাঁজাগুলো সরাইল থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
আরিফুল ইসলাম সুমন
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।