ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর ১৩ (কুমিল্লাওয়েব ডটকম)—–
বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে দুই টিকেট কালোবাজারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা। এ সময় টিকেট কালোবাজারীদের কাছ থেকে ৭৯ টি বিভিন্ন আন্ত:নগর ট্রেনের টিকেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো আনোয়ার হোসেন (২৫) এবং স্বপন মিয়া (৩০)। র্যাব-৯ ভৈরব কার্যালয় সূত্র জানায়, সকালে সহকারি পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুছের নেতৃত্বে র্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ৭৯ টি আসন যুক্ত টিকেট উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুছ জানান, আটককৃতরা চিহিত টিকেট কালোবাজারী। তাদেরকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...