ঢাকা/ সেপ্টেম্বর ১৩(কুমিল্লাওয়েব ডটকম)—–
মন্ত্রী হিসেবে পাঁচজন শপথ নিয়েছেন— এরা হলো জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ও মোস্তফা ফারুক। এবং এক সাথে প্রতিমন্ত্রী হিসেবে দুজন শপথ নিয়েছেন নিয়েছেন এরা হলো—–আব্দুল হাই ও ওমর ফারুক।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে তাদের শপথ পাঠ করানো হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাদের শপথবাক্য পাঠ করান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু তাদের সম্মতি না পাওয়ায় মাহমুদ আলী ও মোস্তফা ফারুককে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো হয়।