হুমায়ন আহম্মেদ সাহিত্য সংস্কৃতি পরিষদ মালয়েশিয়া শাখা আহবায়ক কমিটি গঠিত

মালয়েশিয়া/ সেপ্টেম্বর ১১ (কুমিল্লাওয়েব ডটকম)—–
দেশ বরেণ্য কথা সাহিত্যক হুমায়ন আহম্মেদ এর স্মৃতিতে কুয়ালালামপুর মালয়েশিয়া ঘঠিত হল (হুমায়ন আহম্মেদ সাহিত্য সংস্কৃতি পরিষদ মালয়েশিয়া শাখা আহবায়ক কমিটি গঠিত) মঙ্গলবার কুয়ালালামপুর বুকিট বিংতান বিবি প্লাজা বিষ্ঠু রেষ্ঠুরেন্ট এ শেখ শরীফ আহম্মেদ রাজার সভাপতিত্বে সাংবাদিক এম আমজাদ চৌধুরী রুনুর সন্ছালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিহ ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও টাইমস ওয়াল্ড টুয়েন্টি ফোর ডট কমের সি.ই.ও হোসাইন এম তারেক বিশেষ অতিথি হিসেবে উপস্তিহ ছিলেন সাপ্তাহিক বাংলার কথার সম্পাদক কায়সার হামিদ হান্নান. বাংলার কথার নির্বাহি সম্পাদক এস.কে.ফয়েজ । সভায় সর্বস্মতিতে শেখ শরীফ আহম্মেদ রাজা কে আহবায়ক ও সাংবাদিক এম আমজাদ চৌধুরী রুনু কে সদস্য সচিব. মোঃ মাহাবুবুর রহমান রুবেল যুগ্ন-আহবায়ক .ডিজিটাল ব্রাহ্মণবাড়ীয়া সম্পাদক আবদুল্লাহ নাঈম যুগ্ম-আহবায়ক. নাবির আহম্মেদ. শেখ মোঃ লালিম. বাবু কে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয় । সভাথেকে টেলি কনফারেন্সে হুমায়ন আহম্মেদের বিশেষ সহ-কারী মো জুয়েল রানা এ আহবায়ক কমিটিকে স্বাগত জানান ।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply