সরাইল/ সেপ্টেম্বর ১১ (কুমিল্লাওয়েব ডটকম)—–
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রাম থেকে সোমবার রাতে দুলন আক্তার নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধীতপুর গ্রামের মো. শামসু মিয়ার ছেলে রিয়াদ মিয়ার (২০) সাথে জেলার বিজয়নগর উপজেলার মুকন্দপুর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে দুলন আক্তারের (১৯) বিয়ে হয় গত আড়াই মাস আগে। বিয়ের পর থেকে তাদের স্বামী স্ত্রী দু’জনের মধ্যে অজানা কারণে বিরোধ চলে আসছিল। সোমবার রাত অনুমান ৯টার দিকে নববধূর লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসময় নববধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়। রাতেই লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। এ দিকে নববধূ দুলনের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে।
সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) ইশতিয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নববধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার