ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর ১১ (কুমিল্লাওয়েব ডটকম)—–
ব্রাহ্মণবাড়িয়া সদরে এক স্কুলছাত্র ও আখাউড়ায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া শহরের টানপাড়া গ্রাম থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) কাঞ্চন কান্তি দাস জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন কুরুলিয়া খাল থেকে ইমন (১৬) নামক এক স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়। এলাকাবাসী জানায়, ইমন শহরের কলেজপাড়ার তৌহিদ মিয়ার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার