হলমার্ক কেলেঙ্কারির হোতা তানভীর ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত

ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর ১১ (কুমিল্লাওয়েব ডটকম)—–
হলমার্ক কেলেঙ্কারির হোতা হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক তানভীর মাহমুদ তফসিরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্রই এখন আলোচনা-সমালোচনা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি সংস্থা তানভীর মাহমুদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছে। তানভীর মাহমুদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে। সূত্র জানায়, গত তিন দিন ধরে ওপর মহলের নির্দেশে তানভীর বৃত্তান্ত তৈরী করছেন স্থানীয় প্রশাসন।
এদিকে হলমার্ক কেলেঙ্কারির হোতাসহ এ দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবি করেছে জেলার নানা শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ, এই বিশাল দুর্নীতির সাথে সরকারের ঘনিষ্ঠ কতিপয় লোকেরা জড়িত। তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে ভবিষ্যতে এরকম আরো হলমার্ক ও দুর্নীতিবাজ তানভীর এ দেশে জন্ম নিবে।
আশুগঞ্জ উপজেলার একাধিক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, হলমার্ক কেলেঙ্কারির বিষয়টি নিয়ে সরকারের দায়িত্বশীল অনেকে লুকোচুরি করছে। এটি মোটেও শুভ নয়। তারুয়া গ্রামের অনেকে জানান, মাত্র তিন হাজার টাকা বেতনে চাকরি করে রাতারাতি শিল্পপতি বনে যাওয়া হলমার্ক গ্রুপ কেলেঙ্কারির নায়ক তানভীর মাহমুদ তফসির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীর হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। তানভীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি হওয়ার স্বপ্নও দেখতো। তানভীর মাহমুদের পিতা মো. নূরুল ইসলাম কালু মিয়া এ্যালুমোনিয়ামের হাঁড়ি-পাতিল বিক্রি করতেন। কয়েকবছর আগেও তানভীর তার পিতার সাথে এই ব্যবসা করতো। ২০০০ সালে তানভীর রাজধানী ঢাকায় যায়। হঠাৎ তার এই পরিবর্তন গ্রামবাসী প্রথমে আঁচ করতে না পারলেও এখন সবই জেনেছেন।
তানভীর মাহমুদের পিতা নূরুল ইসলাম কালু মিয়াসহ তার স্বজনদের দাবি, এ ঘটনায় শুধু তানভীর দায়ী নয়, সরকারদলীয় স্বার্থান্বেষী কিছু নেতাও জড়িত। তারা হলমার্ক গ্রুপ ব্যবহার করে কোটি কোটি টাকার ফায়দা লুটে নিয়েছে। এছাড়া এ কেলেঙ্কারির আরেক হোতা তানভীরের উচ্চাভিলাষী স্ত্রী ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম। এ ঘটনায় সরকারের কাছে তারা সঠিক তদন্তের দাবি জানান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, হলমার্ক কেলেঙ্কারির বিষয় নিয়ে জেলা জুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় অনেকে সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলছে। তবে ইতিমধ্যে সরকার এ ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠ সকলকে নির্দেশ দিয়েছেন বলে আওয়ামী লীগ নেতা জানিয়েছেন। অপরদিকে বিএনপি নেতাদের দাবি, হলমার্ক কেলেঙ্কারির দায়ভার আওয়ামী লীগ সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। এই দুর্নীতির জবাব সরকার জনগণের কাছে দিতে হবে। জাতীয় পার্টির একাধিক নেতা অভিযোগ করে জানান, এত বড় দুর্নীতি একদিনে হয়নি। অবশ্যই বিষয়টি সরকারের ঘনিষ্ঠজনরা আগে থেকেই জানতেন। এর জবাব সরকারকেই দিতে হবে।

(আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার)

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply