আখাউড়ার মুকুন্দপুর রেলস্টেশন থেকে লাশ উদ্ধার

আখাউড়া/ সেপ্টেম্বর ১০ (কুমিল্লাওয়েব ডটকম)—–
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সিলেট রেলপথের মুকুন্দপুর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৮০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনের প্লাটফরম থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধারশেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও রেল পুলিশ সূত্র জানায়, গত রোববার রাতে মুকুন্দপুর রেলওয়ে স্টেশন প্লাটফরমে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা স্টেশন মাস্টার বিষয়টি আখাউড়া রেলওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সোমবার রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বুদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ওবায়দুর রহমান খান জানান, এ বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে অনুমান করছি । ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply