ব্রাহ্মণবাড়িয়া/ সেপ্টেম্বর ১০ (কুমিল্লাওয়েব ডটকম)—–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় থেকে ভিজিএফ এর ২ টন চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে এসব চাল উদ্ধার করা হয়। তবে সোববার দুপুর নাগাদ এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি। চেয়ারম্যান জামাল হোসেনকে খোঁজে পাইনি পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান,এ ঘটনায় মামলা দায়ের করতে ইউএনও এবং খাদ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে। মামলা দায়েরের পরই গ্রেপ্তারের অভিযানে নামবে পুলিশ। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে জানতে পেরেছি ঈদুল ফিতরে জনগনের মধ্যে বিলি না করে চালগুলো রেখে দেওয়া হয়েছিল।
(স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া)