ঢাকা, সেপ্টেম্বর ১০ (কুমিল্লাওয়েব ডটকম)—–
দশম জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টি এককভাবে নির্বাচন প্রস্তুতি নিয়ে ‘সম্ভাব্য’ প্রার্থী হিসাবে ১১১ জনের নাম ঘোষণা করেছে। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ওই সকল সম্ভাব্য প্রার্থীদের তাদের এলাকায় গিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
রোববার গুলশানের একটি রেস্তোরাঁয় এক সভায় ১১১ জন প্রার্থীদের নাম ঘোষণা করে এরশাদ বলেন, “এককভাবে নির্বাচন করে দেশের প্রথম শক্তি হিসাবে জাতীয় পার্টি আবার ক্ষমতায় গিয়ে জনগণের কল্যান করবে ইনশাল্লাহ।”
তিনি বলেন, জাতীয় পার্টির সামনে এখন সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। কারন মানুষ যে দুর্বিসহ যন্ত্রণা ভোগ করছে তা থেকে তারা এখন মুক্তি চায়। তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জাতীয় পার্টির প্রার্থীরাই সেই মুক্তি এনে দিতে পারে। আর এ দেশের মানুষই এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
এই সুযোগ কাজে লাগাতে জাতীয় পার্টির সম্ভাব্য ১১১ প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দেন এরশাদ।
তিনি আরো বলেন আমাদের প্রার্থীরা নিবেদিতভাবে কাজ করতে পারলে নির্বাচনের ফল আমাদের অনুকূলেই আসবে। আমরা তৃতীয় শক্তি হিসেবে নয়, প্রথম শক্তি হিসেবেই ক্ষমতায় যাওবার আশা রাখি।
১১১ আসন ছাড়া অন্য আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দুই পর্যায়ে মতবিনিময় করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, গোলাম মোহাম্মদ কাদের এমপি, এম এ সাত্তার, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী এমপি, এম এ হান্নান প্রমুখ বক্তব্য দেন।