মেঘনা/ সেপ্টেম্বর-৮ (কুমিল্লাওয়েব ডটকম)———–
কুমিল্লা মেঘনা উপজেলার আলগী গ্রামের কুয়ার পাড় হইতে আজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গোপন অঙ্গ কেটে ফেলেছে হত্যাকারীরা। গত ৬ সেপ্টেম্বর মেঘনা থানা পুলিশের জিডির সূত্র ধরে পুলিশ উদ্ধার করা যুবকের পরিচয় জানতে পারে। মেঘনা থানার ওসি তদন্ত মোঃ মাঈনউদ্দিন মুঠো ফোনে জানান, নিহত যুবকটি চন্দনপুর গ্রামের মোঃ সোলায়েমানের পুত্র চাঁন বাদশা (২০) । রিপোর্ট লিখা পর্যন্ত এই ব্যাপারে মেঘনা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের আত্মীয় মোঃ ইদ্রিস জানান, মইসারচর গ্রামের আওয়ামীলীগ নেতা মোঃ লতিফ মেম্বারের ভাগিনা মোঃ আরিফ হত্যাকান্ডের সাথে জড়িত। লতিফ মেম্বার মোঃ ইদ্রিসকে নানা প্রকার ভয়-ভীতি প্রর্দশন করছে বলে অভিযোগ।
(মোঃ ইসমাইল হোসেন,মেঘনা প্রতিনিধি)