ঢাকা / সেপ্টেম্বর-৬(কুমিল্লাওয়েব ডটকম)———–
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নামে কোন সড়কের নামকরণের বিষয়ে সুনির্দিষ্ট কোন প্রস্তাব পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাধনা হালদারের প্রশ্নের জবাবে একথা বলেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তার নামে কোন সড়ক নামকরণের ব্যাপারে সুনির্দিষ্ট কোন প্রস্তাব পাওয়া যায়নি। তিনি বলেন, নামকরণ বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। সরকারের সম্মতিক্রমে এবং সিটি কর্পোরেশনের বোর্ড সভায় কোন রাস্তা বা অবকাঠামোর নামকরণের প্রস্তাব পাস হওয়া সাপেক্ষ নামকরণ করা হয়।
হুমায়ুন আহমেদের মায়ের ইচ্ছানুযায়ী কেন্দুয়া কলেজকে সরকারিকরণ করার কোন পরিকল্পনা আছে কিনা সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কলেজ সরকারিকরণের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের। তবে কলেজের বাউন্ডারি নির্মাণসহ অন্য কোন অবকাঠামো নির্মাণ কাজের সুনির্দিষ্ট প্রস্তাব আসলে তা বিবেচনা করা হবে।
সরকারি দলের মো. নূরুল ইসলাম সুজনের জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রামীণ অবকাঠামো নির্মাণ বরাদ্দ বৃদ্ধি সম্পর্কিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, চলতি অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এলজিইডি’র প্রকল্পসমূহের জন্য বরাদ্দ বাড়ানোর বিষয়ে সরকার সচেষ্ট আছে।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডি’র আওতায় বর্তমান অর্থবছরে ১৭টি বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পসহ মোট ৭০টি প্রকল্প চালু আছে। এ প্রকল্পগুলোর জন্য বর্তমান অর্থবছরে মোট ৪ হাজার আটশ’ একচল্লিশ কোটি চুয়ান্ন লাখ টাকা বরাদ্দ রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরে (২০১২-১৩) এলজিইডি’র আওতায় সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্র”তি পূরণের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১ হাজার ১৯৮ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...