ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের জাতীয় পার্টিতে যোগদান

ব্রাহ্মণপাড়া / সেপ্টেম্বর-৬(কুমিল্লাওয়েব ডটকম)———–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম গত ৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির বনানী কার্য্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন ।
এই উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম, উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধান মন্ত্রী কাজী জাফর আহম্মেদ, মহাসচিব এ.বি.এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস.এম ফয়সাল চিশতি, এইচ.এন.এন শফিকুর রহমান, যুগ্ন মহাসচিব মো: ইকবাল হোসেন রাজু, যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মনিরুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, বুড়িচং উপজেলা জতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, সদস্য সচিব জসিম উদ্দিন মাষ্টার, যুগ্ন সদস্য সচিব বায়েজিদ আহমেদ সৌরভ প্রমুখ। এসময় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন আমি উপজেলা পরিষদ নির্বাচনের সময় স্বতন্ত্র ভাবে নির্বাচন করেছি। বর্তমানে জাতীয পার্টির আদর্শে অনুপ্রানীত হয়ে আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করেছি। দলের সাথে কাজ করে জনসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেছেন তিনি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply