কুমিল্লার মেঘনা-৪ (কুমিল্লাওয়েব ডটকম)——–
কুমিল্লা মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের তালতুলী বাজারে গত ২ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে
রহস্যময় ডাকাতি সংঘটিত হয়। তালতুলী বাজারের নাইট গার্ড বরিশাইলা রতনপুর গ্রামের গোলবাহারের স্বামী হিসেবে পরিচিত। তিনি জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে তালতুলী বাজারে একদল ডাকাত ফাঁকা গুলি করতে করতে প্রবেশ করে বাজারের বহু দোকানের মূল্যবান জিনিষপত্র ডাকাতি করে নিয়ে যায়। নাইটগার্ড গুলির শব্দ শুনে ভয়ে তালতুলি গ্রামের নূর মোহাম্মদের বাড়ীতে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করি। কিন্তু গ্রামবাসী ভয়ে বাজারে না আসায় ডাকাতেরা বাজারের দোকানের মূল্যবান জিনিষপত্র নিয়ে নিরাপদে চলে যায় বলে জানায়। মেঘনা থানার এস আই মোঃ জালালউদ্দিন জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল পৌছলে বিভিন্ন দোকানের মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো এবং বাজারের কয়েকটি দোকান ঘরের টিনের বেড়া কাটা দেখতে পাই। স্থানীয় মেম্বার মোঃ জালাল জানায়, ডাকাতি করার সময় বাজারের নাইট গার্ড যুবলীগের মজি, সুমন ও মিলনকে চিনতে পারে। অন্য একটি সূত্র জানায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে ডিগচর বালুমহলের সন্ত্রাসীরা মেঘনা নদীর দক্ষিন পাড়ের তালতুলী গ্রামের কৃষকের ফসলী জমি জোরপূর্বক কেটে বালু উত্তোলন করছে। ফলে কৃষকদের কয়েক হাজার একর জমি মেঘনা নদীতে বিলিন হয়ে গেছে। এলাকাবাসী প্রতিকার চেয়ে কুমিল্লা জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে আবেদন করে। এলাকাবাসীর দাবি, বালুউত্তোলনকারীদের মেঘনা উপজেলার যুবলীগের নেতা মোঃ মজিবুর রহমান মজি, মোঃ সুমন ভূইয়া ও মোঃ মিলন সহযোগিতা করছে। বালুউত্তোলনকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গত ১১ আগষ্ট তালতুলী বাজারে যুবলীগ নেতা মোঃ সুমন ভূইয়াকে পিটিয়ে মারাক্তক আহত করে। এই ব্যাপারে সুমনের মা মেঘনা থানাতে একটি মামলা দায়ের করে। রাধানগর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ সুমন ভূইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে জানায়, মামলার আসামীরা বিএনপির কর্মী। তাহারা আমার মামলার প্রধান আসামী। আসামী মোঃ শাহআলম, নূর মোহাম্মদ ও সাফিজুল মামলার পর পালিয়ে গিয়ে ঢাকাতে বসে বিভিন্ন নাটক পরিচালনা করছে। এরাই মামলা হইতে বাচাঁর জন্য পরিকল্পিতভাবে ডাকাতির নাটক সাজিয়েছে। পুলিশ তদন্ত করলে সব রহস্য উদঘাটিত হবে। এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...