সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া পৌর মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর মহাসচিব অধ্যাপক শামিম আল রাজি শনিবার রাতে জাতিসংঘের UN-Habitat I World Urban Forum (WUF-6) এর আমন্ত্রণে এবং আমেরিকার USAID সহযোগিতায় Mayors Round Table-এ “Local Leadership and the Future Cities’ শীর্ষক Conference-এ যোগদানের উদ্দেশ্যে Italy এর Naples City তে গমণ করেছেন।
সেখানে তিনি বাংলাদেশের বগুড়া, নীলফামারী, পঞ্চগড়, নাটোর, সিরাজঞ্জসহ ২৪টি পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্ব দিবেন এবং Mayors Round Table বৈঠকে পরিকল্পিত ভবিষ্যৎ শহর শীর্ষক আলোচনায় অংশ গ্রহন করবেন। এছাড়াও তিনি UN-Habitat I World Urban Forum (WUF-6) এর অন্যান্য অধিবেশনে ভবিষ্যৎ নগরী (২০২৫), নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলা, দূর্যোগ ও ঝুঁকি প্রশমনে গৃহিত কৌশল, MDG বাস্তবায়ন, জেন্ডার সমতা ও আন্তর্জাতিক এসোসিয়েশনসমূহের সাথে সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর চিন্তাধারা তুলে ধরবেন।
সম্মেলনে ১২২টি দেশের ১০হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন। শামিম আল রাজি সম্মেলন শেষে ইউরোপের জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ গ্রীস এর ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...