ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ—–
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার টাটেরা প্রফেসর সেকান্দর আলী উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে গত বুধবার ২৯ আগষ্ট ফেন্সিডিল সহ ১জনকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
জানা গেছে, ডিবি এস.আই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া সড়কের টাটেরা প্রফেসর সেকান্দর আলী উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ বুড়িচং উপজেলার শিবপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে লিটন (২৪ কে গ্রেফতার করে। এই ব্যাপারে ডিবি’র এস.আই গোলাম কিবরিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...