দেবিদ্বর/ আগষ্ঠ ২৭ (কুমিল্লাওয়েব ডটকম)——–
সোমবার সন্ধ্যায় বন্ধ থাকা কুমিল্লা-বাহ্মণবাড়িয়া-সিলেট সড়ক বেইলী সেতু প্রতিস্থাপনের কাজ নির্ধারিত সময়ের ২ ঘন্টা আগেই শেষ হয়েছে এবং মঙ্গলবার বিকাল ৪ টা থেকে এ সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু মেরামত কাজ চলাচলের সময় বিকল্প সড়ক হিসাবে কুমিল্লা-বাহ্মণবাড়িয়া-সিলেট সড়ক ব্যবহারে উপযোগী হিসেবে গড়ে তুলার লক্ষ্যে সোমবার সন্ধ্যা ৬টা এ সড়ক বন্ধ করে মিরপুরে এক’শ ফুট বেইলী সেতু প্রতিস্থাপনের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে মেঘনা ও গোমতী সেতুর কাজ শুরু হবে। এ দুটি সেতুর কাজ এক সাথে শুরু করা হবে। সেতু দুটির কাজ চলাকালে ১-৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সেতুর উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ থাকিবে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন গুলো বিকল্প সড়ক হিসাবে কুমিল্লা-সিলেট সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...