স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি কলেজের বিজ্ঞান বিভাগ’র শিক্ষার্থীরা মহাআকাশ, সৌরজগৎ ও প্রকৃতি সর্ম্পকে বিস্তারিত জানার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ও ঐতিহ্যবাহি সোনারগাঁ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মোস্তাফা তত্ত্বাবধায়নে পরিদর্শন করেন। যাত্রার প্রারম্ভে কলেজ অধ্যক্ষ মু. ইফতেখার আলম ভূইয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন জ্ঞান অর্জন, প্রকৃতিকে চেনা ও জানার জন্য নিয়মিত লেখাপড়ার পাশাপাশি মনকে সতেজ রাখার জন্য ভ্রমন ও বিশ্বকে জানতে হবে। তোমাদের অভিজ্ঞতার জুলি ভারী করতে নতুন নতুন তথ্য উপাত্ত সংগ্রহ ও গবেষণামূলক কাজ করতে হবে। আমার বিশ্বাস আজকের ভ্রমনের মাধ্যমে প্রকৃতিকে ও মহাবিশ্ব সম্পর্কে জ্ঞানঅর্জনের মাধ্যমে তোমাদের জীবন সুন্দর ও স্বার্থক হবে। এ সময় সফর সঙ্গী ছিলেন হিসাব বিজ্ঞান প্রভাষক আব্দুল মোতালেব, ইংরেজি বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, ব্যবস্থানা বিভাগের প্রভাষক মহিউদ্দিন লিটন, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক সেলিনা ইসলাম। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল, শেখ ফরিদ, নাঈম, আশিক, সৌরভ, পলাশ, শাওন, সাকিল প্রমুখ।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...