নাঙ্গলকোট প্রতিনিধি::
কুমিল্লার নাঙ্গলকোটে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ৩ বখাটেকে আসামি করে থানায় মামলা হয়। মামলা সূত্রে জানা যায় নাঙ্গলকোটের আদ্রা ইউপির মেরকট গ্রামের গোলাপের রহমানের কন্যা মোসাঃ ইয়াছমিন আক্তার, বেলঘর গোশাই বাজার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে পার্শ্ববর্তী বাড়ীর আবুল বাশারের ছেলে আবদুল্লা, আবদুল মান্নানের ছেলে জহির, আমির হোসেনের ছেলে মহিন, ইয়াছমিনকে প্রায় দিনই ইশারা ইঙ্গিত এবং প্রেম নিবেদন করে উত্যাক্ত করে আসছিল। গত ১ লা বৈশাখে ইভটিজারা ইয়াছমিনকে রাস্তা থেকে অপহরণ করার চেষ্ট করে এ সময় সে কৌশলে দৌড়ে বাড়ীতে চলে যায়, উত্যক্তকারীরা তখন বাড়ীতে গিয়ে ইয়াছমিনকে আবারও অপহরণের চেষ্টা করলেও এলাকাবাসীর সহযোগিতায় অপহরণ থেকে রক্ষা পায়। এ ব্যাপারে গ্রামে কয়েক বার শালিস হলেও থামেনি বখাটে ইভটিজাররা। ইয়াছমিনের মাতা মরিয়ম বেগম বাদী হয়ে গত রোববার উপরোক্ত ৩ জনকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করেন। ইভটিজারদের ভয়ে ইয়াছমিনের পরিবার নিরাপত্তা হীনতায় জীবন জাপন করছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...