কামরুল হাসান :
ব্যাপক উৎসাহ উদ্দিপনায় প্রথম বারের মত উদযাপিত হল কুমিল্লা বিশ্বদিালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ শিক্ষা সমাপনী উৎসব র্যাগ ডে। কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন খান। পরবর্তীতে র্যালিটি ট্রাকযোগে কুমিল্লা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এস শেষ হয়। দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের প্রধান ড. মুহাম্মদ আহসান উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান বিশ্বজিৎ চন্দ্র দেব, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ মুকছেদুর রহমান, শরিফুল আলম খন্দকার, সহকারী প্রক্টর রশিদুল ইসলাম শেখ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসাদ্দেক হোসেন, ম্যানেজমেন্ট ক্লাবের কনভেইনর মো: মিরাজ হোসেন প্রমুখ।
বিকেলে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়। সন্ধ্যার পর কুমিল্লার সনামধন্য ব্যান্ড দলের পরিবেশনায় কনসার্টের আয়োজন করা হয়।