স্টাফ রিপোর্টার, চান্দিনা :
চান্দিনা-দেবিদ্বার সড়কে দেবিদ্বার উপজেলার কুরুইন নামক স্থানে বিক্স ফিল্ড এর মাটিবাহী ট্রলি ট্রাক্টার উল্টে চালক মো. সালাম (৩০) নিহত হয়েছে। সে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত ছিদ্দিকুর রহমান এর ছেলে। জানাযায়, মাটিবাহী ট্রাক্টরটি কুরুইন নামক স্থানে নিচু জমি থেকে চান্দিনা-দেবিদ্বার সড়কে উঠার সময় উল্টেগেলে চালক ট্রাক্টেরের নিচে চাপা পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...