চৌদ্দগ্রাম প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলার চৌদ্দগ্রামের চিওড়া ও বাতিসা এলাকায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে চিওড়া রাস্তার মাথায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান অপর একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে চালকসহ একই পরিবারের ৫ জন আহত হন। আহতদের মধ্যে গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের সায়েদুল হকের স্ত্রী মায়েদা খাতুনকে (৪৬) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। অপর আহতরা হলেন- নিহত মায়েদার মেয়ে রিনা আক্তার(২০), ছেলে কালাম(১৫), পুত্রবধু খালেদা(৩০), পারভিন বেগম(৪০), ইস্রাফিল(১০) ও অজ্ঞাত সিএনজি চালক। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার রাতে মহাসড়কের বাতিসায় রাস্তা পারাপারের সময় বসন্তপুর কাজী বাড়ির ওমর আলী (৭৫) অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলে নিহত হন।