লাকসামে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র ও ধানের চারা রোপনে মাঠ পরীক্ষণ

জামাল উদ্দিন স্বপন:

গতকাল লাকসাম পৌর শহরের ডুরিয়া বিষ্ণপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের ফার্ম মেশিনারীজ এন্ড পোষ্টহারভেস্ট টেকনোলজী বিভাগের উদ্যোগে ব্রি-উদ্ভাবিত গুটি ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র ও রাইস ট্রান্সপ্লাস্টারের কৃষক পর্যায়ে মূল্যায়ন শীর্ষক এক মাঠ পরীক্ষন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের উদ্ভাবক মোঃ আনোয়ার হোসেন। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা কৃষি অফিসার ছারওয়ার জাহান, উপ-সহকারী কৃষি অফিসার আরিফুজ্জামান মৃধা, প্রদীপ কুমার দাস, সাহিদা আক্তার, আ ন ম আবু তাহের প্রমূখ। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এ যন্ত্রের মাধ্যমে ঘন্টায় প্রায় এক বিঘা জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করা সম্ভব। যন্ত্রটি ব্যবহার করা হলে প্রতি হেক্টরে ৭ শ্রম দিবস এবং ১০৭ কেজি ইউরিয়া বরো মৌসুমে সাশ্রয় করা সম্ভব। সনাতন পদ্ধতির তুলনায় যন্ত্রের মাধ্যমে গুটি ইউরিয়া প্রয়োগ হলে হেক্টরে ১৪ শত টাকা সাশ্রয় হবে। উপ-সহকারী কৃষি অফিসার আরিফুজ্জামান মৃধা জানান ধানের চারা রোপন যন্ত্র ব্যবহার করলে প্রতি ঘন্টায় ২ বিঘা জমিতে রোপন, সঠিক ভাবে সঠিক বয়সে রোপন যন্ত্র আপরেটিং সহজ। চারা করার জন্য আলাদা বীজতলা প্রয়োজন হয়না এবং সঠিক সংখ্যায় চারা রোপন সম্ভব।

Check Also

নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১২তম মৃত্যু বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার :– নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লার লাকসামে নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ...

Leave a Reply