স্টাফ রিপোর্টার, চান্দিনা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর ছাত্রশিবির এর হামলার প্রতিবাদে চান্দিনা উপজেলা ছাত্রলীগ গতকাল শুক্রবার (১০ ফেব্র“য়ারী) বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মো. গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক, এরশাদুল হক, মিজানুর রহমান প্রমুখ।
