নওগাঁয় অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধ :

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের মৃত্যু হয়েছে। এদের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। পড়নে জিন্স প্যান্ট ও সুয়েটার ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সান্তাহার রেল ষ্টেশন এলাকায় পড়ে থাকতে দেখে জিআরপি থানার পুলিশ জাহাঙ্গীর আলম তাদের উদ্ধার করে আশংকাজন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ১ জন রাত ১২ টা ও অন্যজন রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসক বাবু সুব্রত সাংবাদিকদের জানান, আজবুধবার বেলা ১১ টা পর্যন্ত নিহত যুবকদের কোন পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে নেওয়ার সময় এক জনের মাথায় রক্তাক্ত জখম ও অন্যজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারনা, ট্রেন যোগে বাড়ী ফেরার পথে ট্রেনের ছাদে ছিল, ওভারব্রিজের সাথে ধাক্কায় গুরুতর আহত হয়ে থাকতে পারে। নওগাঁ সদর মডেল থানা পুলিশ লাশ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Check Also

মিনি ওয়াক-ইন-সেন্টারের মাধ্যমে রবি’র গ্রাহক সেবা সম্প্রসারণ

ঢাকা :– গ্রাহক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি মিনি ওয়াক ...

Leave a Reply