স্টাফ রিপোর্টার, চান্দিনা :
চান্দিনা উপজেলা সদরে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চান্দিনা শাখায় গতকাল বুধবার (৮ ফেব্র“য়ারী) প্রতারক চক্রের সদস্য মোঃ রাসেল কে আটক করা হয়েছে। আটকের পর তাকে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে।
আটককৃত রাসেল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনাই চৌয়ারা ধনপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম এর ছেলে। ব্যাংক ব্যবস্থাপক মোঃ রফিক উল্লাহ তপাদার জানান, গত ২ জানুয়ারী ওই ব্যক্তি ব্যাংকের গ্রাহক এর কাছ থেকে প্রতারণা করে চার হাজার টাকা হাতিয়ে নেয়। ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পরে বিষয়টি ধরাপড়ে। একইভাবে প্রতারণার উদ্দেশ্যে মোঃ রাসেল বুধবার আবারও ব্যাংকে আসে। আমরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।
এব্যাপারে ভুক্তভোগী গ্রাহক চান্দিনা উপজেলার মহারং গ্রামের আবদুর রশিদ এর ছেলে ওয়াসিম জানান, আমি চান্দিনা পশ্চিম বাজার সিএনজি স্ট্যান্ডে কেরানীর চাকরি করি। গত ২ জানুয়ারী কাজে ব্যস্ত থাকায় একজন চালককে দিয়ে চার হাজার টাকা ব্যাংক একাউন্টে জমা দেওয়ার জন্য পাঠাই। ওই প্রতারক চালকের কাছে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা রেখে জমা রসিদে ভূয়া সই করে দেন। পরে সিল না থাকায় আমি পুনরায় ব্যাংকে যাই। কিন্তু তখন তাকে পাওয়া যায়নি। ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় তাকে সনাক্ত করা হয়।