জামাল উদ্দিন স্বপন:
কুমিলার চৌদ্দগ্রামের পদুয়া এলাকার সীমান্তবর্তী গোলাইকরা গ্রামের একদল খেলোয়াড় মঙ্গলবার বিকেলে একটি মেছো বাঘের বাচ্চা আটক করেছে।
গতকাল বুধবার সরেজমিন গিয়ে জানা গেছে, ওই গ্রামের সুজন, সাইফুল, ইউনুছ, সাগর ও মনসুরসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকায় খেলা করছিল। এসময় ভারত থেকে একটি মেছো বাঘের বাচ্চা প্রবেশ করলে তারা আটক করে। পরে বাঘের বাচ্চাটি স্থানীয় ভূঁইয়া বাড়ির ওহিদুর রহমানের ঘরে রাখা হয়। বাঘের বাচ্চাটি একনজর দেখতে দূর-দূরান্তের উৎসুক মানুষের ভীড় দেখা গেছে।