দাউদকান্দিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে : মুচলেকা ও জরিমানা আদায়

শামীমা সুলতানা :
৬ ফেব্রুয়ারি সোমবার রাতে দাউদকান্দি উপজেলা প্রশাসন খবর পেয়ে উপজেলার পূর্ব ষোলপাড়া গ্রামের কামাল মিয়ার ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া কন্যা রাবেয়া আক্তার (১৩) ’র সঙ্গে একই উপজেলার বড় সাতপাড়া গ্রামের জসিম মোল্লার ছেলে জুয়েল মিয়া (১৬) ’র বিয়ের আয়োজন প- করে দেয়।

দাউদকান্দি উপজেলা ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যরা দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুল নাসেরকে এ বাল্যবিয়ের সংবাদটি জানালে বিয়ে বন্ধ ও আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন তিনি। সহকারী কমিশনার (ভূমি) মোঃ সফি কামাল ও থানার সেকেন্ড অফিসার মোস্তফা কামাল ঘটনাস্থলে গিয়ে বিয়ের আসর থেকে কনে ও তার বাবা কামাল মিয়া এবং বরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরের দিন ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মুচলেকা ও ১ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।

এব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, ‘যেখানেই বাল্যবিয়ের আয়োজন করা হোক না কেনো, সরকার এর প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, যেহেতু বর ও কনে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক তাই জরিমানা ও মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। বিয়ের বয়স হলেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে।’

দাউদকান্দি উপজেলা ই্ভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক কবি, কলামিস্ট আলী আশরাফ খান বলেন, ‘শুনেছি ওই নাবালক ছেলে ও মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। যদি এটি সত্য হয়, নিঃসন্দেহে তা জঘন্য অপরাধ। কিন্তু তাই বলে তাদেরকে বাল্যবিয়ে দিয়ে আরেকটি অপরাধ করার সুয়োগ দেয়া কোনোভাইে সমীচীন নয়।’

এ ব্যাপারে বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন বলেন, ‘আমি সামাজিক অপরাধের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। কেনোভাবেই সমাজে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, ও যৌতুক চলতে দেয়া যায় না। তিনি আরো বলেন, প্রশাসনের পাশাপাশি জনগনেরও এ সমস্ত সামাজিক ব্যাধি রোধে এগিয়ে আসা জরুরি।’

Check Also

কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব॥ ৪ জোয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি :– সম্প্রতি সময়ে কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব চলছে। বৃহস্প্রতিবার সকালে ৪ জুয়ারিকে ...

Leave a Reply