জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছিলনিয়া নামক স্থানে মাইক্রো বাস খালে পড়ে ৬ জন গুরুতর আহত হয়। রোববার রাত সাড়ে ১১টায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রো বাসটি (ঢাকা-মেট্টো-ব-১১-১৪২০) নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যায়। মাইক্রো বাসের যাত্রী ৬ জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করেন। আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত মাইক্রো বাস হাইওয়ে পুলিশ উদ্ধার করে লালমাই ফাঁড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য যে, সড়কের এ স্থানে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এখানে অপরিকল্পিত ব্রিজ ও গতিরোধক এবং পাশে গাছপালা ও ঝোপজাড় থাকার কারণে বিপরীত দিক থেকে ছেড়ে আসা কোন যানবাহন দেখা যায় না। যার ফলে নোয়াখালী থেকে দ্রুত গতিতে আসা যানবাহন ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যায়। এ বিষয়ে সড়ক ও জনপদ সহকারী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশ হওয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ায় প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা বেড়েই চলছে। যার ফলে অনতিবিলম্বে ছিলনিয়া নামক স্থানে একটি গতিরোধক ও ব্রিজটির সংস্কার করে দুর্ঘটনা থেকে যানবাহন ও জনজীবন রক্ষা করবেন বলে সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে স্থানীয় ও ভূক্তভোগী জনগন।