জামাল উদ্দিন স্বপন:
লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, সমাজ সেবক ও দৈনিক ইত্তেফাক লাকসাম সংবাদদাতা মোঃ আবদুল কুদ্দুসকে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক মনোনীত করা হয়েছে। গতকাল রোববার পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন দেয়া হয়। পরিষদের আহবায়ক শিব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহমান বাদল, বিএনপি নেতা মজিবুলাহ তরু, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির মানিক, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন দুলাল, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী (সমকাল), শহিদুল ইসলাম শাহীন (ময়নামতি)। এছাড়াও সভায় সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
