চান্দিনায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত; সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, চান্দিনা :
চান্দিনা-কাদুটি সড়কে চান্দিনা উপজেলার মাইজখার পূর্ব পাড়া নামক স্থানে মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোঃ সুলতান আহাম্মেদ (৫০) নামক এক কৃষক নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত জব্বার আলী’র ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল সোমবার (৬ ফেব্র“য়ারী) সকালে বেপরোয়া গতি সম্পন্ন মাটিবাহী ট্রাক্টরটি পথচারী কৃষক সুলতান আহম্মেদকে ধাক্কা দিলে সে ট্রাক্টরের চাকার সাথে আটকে যায়। বেপরোয়া গতি থাকায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর ট্রাক্টরটিকে আটক করে এলাকাবাসী, এসময় চালক পালিয়ে যেতে সক্ষম হয়। উত্তেজিত এলকাবাসী দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার ও চান্দিনা থানা পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply