বাস চাপায় মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার এক কর্মচারী নিহত

শামীমা সুলতানা ॥
৫ জানুয়ারি রোববার দুপুরে বাস চাপায় দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার এক কর্মচারী নিহত হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঢাকা-রামগঞ্জ সুপার সার্ভিস ( ঢাকা মেট্্েরা-জ-১৪-০৫১৪) ঢাকাগামী যাত্রীবাহী বাসটি দাউদকান্দি টোলপ্লাজা ইজাদার কর্র্র্র্তৃপক্ষের কর্মচারী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার দত্তেরচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আবু বাশার (৫৫) কে চাপা দিলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় দাউদকান্দি হাইওয়ে পুলিশ বাসের চালককে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানায় সোর্পদ করে। এদিকে একই মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর ব্্রীজের পশ্চিম পাশে দুপুরে ঢাকাগামী সেবা ট্্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাসকে অন্য একটি বাস চাপ দিলে বাসটি খাদে পড়ে প্র্য়া ১৫ জন যাত্রী আহত হয়।

Check Also

কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব॥ ৪ জোয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি :– সম্প্রতি সময়ে কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব চলছে। বৃহস্প্রতিবার সকালে ৪ জুয়ারিকে ...

Leave a Reply