জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লায় এফআইসিএল গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা প্রদান ও হামলার অভিযোগে আইসিএল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এন শফিকুর রহমানের বিরুদ্ধে সোমবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ সূত্র ও মামলার বিবরণে জানা যায়, ২৯ জানুয়ারি বিবাদীরা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে এফআইসিএল’র অঙ্গ প্রতিষ্ঠান রেঁনেসা এগ্রো কমপ্লেক্সের মাটি ভরাট প্রকল্পে বাধা দেয় এবং হামলা চালায়। ঘটনার পরদিন ৩০ জানুয়ারি বিকেলে এফআইসিএল গ্র“পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক বাদী হয়ে আইসিএল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এইচ এন শফিকুর রহমানসহ কয়েকজনকে বিবাদী করে মামলা করেন।
