উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম দরবেশগঞ্জ সঃ প্রাঃ বিঃ নির্বাচন পর্যবেক্ষন করছেন, পাশে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, নিচে পোলিং এজেন্টের দায়িত্বরত কর্মকর্তারা, পাশে ভোট প্রয়োগ করছেন এক ভোটার
কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপণায় স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন সম্পন্ন
কিশোর কুমার : উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম দরবেশগঞ্জ সঃ প্রাঃ বিঃ নির্বাচন পর্যবেক্ষন করছেন, পাশে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, নিচে পোলিং এজেন্টের দায়িত্বরত কর্মকর্তারা, পাশে ভোট প্রয়োগ করছেন এক ভোটার
সারা দেশের ন্যায় কচুয়া উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপণায় উৎসবমূখর পরিবেশে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার প্রচারণা ছিল লক্ষণীয়। জাতিয় নির্বচনের আদলে তফসিল ঘোষনা থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত যথানিয়মে ভোটগ্রহন সম্পন্ন হয়। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে শুরু করে একটানা ১টা পর্যন্ত ভোটগ্রহন চলে। আর এ নির্বাচনে শিক্ষার্থীরা ব্যালট ভোটের মাধ্যমে ৭জন প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনে কোন প্রকার অনিয়ম এড়ানোর লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান সারাদিন ব্যস্ত সময় কাটান। এছাড়া
ভোটগ্রহন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭৪নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রার্থী ১২, ভোটার ১৮১ জন, নির্বাচিত প্রতিনিধিরা হল ইনসানা কামাল ঐশী ও রবিউল আউয়াল (৩য় শ্রেনী), মারিয়া মেহজাবিন ও তাসফিয়া ইসলাম মৌ (৪র্থ শ্রেনী), আল-আমিন, আফরিন জাহান লিরা ও মোঃ আবদুল্লাহ (৫ম শ্রেনী),।দরবেশগঞ্জ সঃ প্রাঃ বিঃ প্রার্থী ১৯, ভোটার ১৯০ জন। তুমুল প্রতিদ্বন্দিতার মাধ্যমে নির্বাচিত ৭ জন প্রতিনিধিরা হল জাহিদুল ইসলাম ও নূসরাত জাহান (৩য় শ্রেণী), ফাতেমা রহমান মিলি ও মোঃ সহিদ মিয়াজী (৪র্থ শ্রেণী), ফারিয়া আক্তার, বোরহান উদ্দিন ও সাবিনা আক্তার (৫ম শ্রেণী), ৫১ নং মধূপুর সঃ প্রাঃ বিঃ প্রার্থী ১১, ভোটার ৭৯ জন, নির্বাচিত প্রতিনিধিরা হল আমেনা আক্তার ও জাহিদুল ইসলাম (৩য় শ্রেনী), আজমুন্নাহার কলি ও রহিমা আক্তার (৪র্থ শ্রেনী), শারমিন আক্তার, সাজ্জাদ হোসেন কাফি ও সাইদুল ইসলাম (৫ম শ্রেনী)।