জামাল উদ্দিন স্বপন:
দূর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, জগতে মানুষকে সেবা করার অনেক খাত রয়েছে। স্বাস্থ্যখাত সেবার একটি অন্যতম মাধ্যম। আর এ খাতে সেবা দিতে ডাক্তাররাই মূল চাবি। সেবার মানসিকতা নিয়ে ডাক্তারদের উচিত রোগীদের তত্ত্বাবধান করা। গতকাল শনিবার দুপুরে চৌদ্দগ্রামের কালিকাপুর পলী স্বাস্থ্য কেন্দ্র পুনরায় চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন কুমিলা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ মোসলেহ উদ্দিন, সির্ভিল সার্জন ডাঃ আবুল কালাম সিদ্দিক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, ইউএনও মোতাহার হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী, রাশেদা আখতার, পৌর মেয়র মিজানুর রহমান, বিএমএ কুমিলার সেক্রেটারী ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী প্রমুখ।
