এইচডিআরসিআরপি গর্ববতী মায়েদের ডায়াবেটিস রোগের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করছেন ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ

সুস্থ্য মায়ের সুস্থ্য শিশুই আগামী প্রজন্মের কর্ণধার

কিশোর কুমার :

এইচডিআরসিআরপি গর্ববতী মায়েদের ডায়াবেটিস রোগের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করছেন ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ
সুস্থ্য মায়ের সুস্থ্য শিশুই, আগামী প্রজন্মের কর্ণধার এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থা এইচডিআরসিআরপি ২ ফেব্র“য়ারী উপজেলার কচুয়া কাশিমপুর সড়কের কেয়ার নার্সিং হোমে এক দিনের কর্মশালার আয়োজন করা হয় ।

কচুয়া উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহআলম মোল্লার সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্ভোধন করেন। উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্রের আবাসিক মেডিকেল অফিসার কাঞ্চন কুমার দেব ও এইচডিআরসিআরপি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আশিশ চন্দ্র দাস গর্ভবতী মায়েদের ডায়াবেটিস্ রোগের উপর আধুনিক তথ্যাবলী সমৃদ্ব পেপার উপস্থাপন করেন। কর্মশালার বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাদিকার কর্মী আলমগীর তালুকদার। এইচডিআরসিআরপি’র প্রজেক্ট ইমপ্লিমেন্টশন স্পেশালিষ্ট কুমারেশ চন্দ্র’র উপস্থাপনায় কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার কামাল হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতির পরিচালক অতুল চন্দ্র দাস। সেমিনারে গর্ভাবস্থায় ডায়াবেটিস্ রোগের চিকিৎসার দিক নিদের্শনা দেওয়া হয় এবং কিভাবে এই রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালায় World Diabetes Foundation (WDF) এবং HDRCRP এর যৌথ উদ্যোগে পরিচালিত Gestational Diabetes Mellitus Advocacy and Capacity Building in Bangladesh শিরোনামের প্রজেক্ট বর্তমান কার্যক্রমের ফলাফলের উপরে উপস্থিত ডাক্তার, শিক্ষক, জনপ্রতিনিধি ও জনসাধারনকে অবহিত করা হয় ।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply